লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকায় বাড়ির সেপটিক ট্যাঙ্কে পড়ে ওয়াজেদুল ইসলাম তারিফ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বুধবার রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক ওয়াজেদুলকে মৃত ঘোষণা করেন।
ওয়াজেদুল এলাকার হটফুডল্যান্ডের মালিক লেবু মিয়ার ছেলে এবং লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির উঠানে একা ফুটবল খেলছিল ওয়াজেদুল। এসময় সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যায় সে।
পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে তাকে পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হলে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ওয়াজেদুলকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।