ভিডিও

দিনাজপুর গোর-এ শহীদ ময়দান ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে সর্ববৃহৎ ঈদগাহ

প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট: এপ্রিল ০৭, ২০২৪, ০৮:১১ রাত
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ। সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মিনারে সংস্কার কাজ, রঙ করা ধোয়া মুছা, মাঠে মাটি ভরাটসহ আনুসাঙ্গিক কাজ। এ উপলক্ষে নেয়া হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ। এছাড়াও ঈদের নামাজে আসা মুসল্লিদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

এরই মধ্যে মাঠের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের টাওয়ার। মাঠের আরেকটি অংশে ঘের দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন যানবাহনের গ্যারেজ। এছাড়াও পাশের স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমি ও জেলা গণগ্রন্থাগারেও যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে।

প্রবেশের জন্য মাঠের চারপাশে তৈরি করা হচ্ছে ১৯টি তরণ। শহরের প্রবেশ মুখগুলোতে এবং মিনারে যাওয়ার রাস্তাতেও তৈরি হচ্ছে তোরণ। মুসুল্লিদের জন্য ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা নেয়া হয়েছে। বিদ্যুতের পাশাপাশি থাকবে জেনারেটর। লাগানো হবে শতাধিক মাইক, র‌্যাবের জন্য তৈরি হচ্ছে ওয়াচ টাওয়ার, সাংবাদিকদের জন্য বিশেষ মাচাং ইত্যাদি।

ঈদের দিন অন্যান্য উপজেলা থেকে বাস সার্ভিস ছাড়াও যেসব উপজেলার সাথে শহরের ট্রেন যোগাযোগ রয়েছে সেসব উপজেলা থেকে মুসুল্লিদের জন্য স্টেশনগুলো থেকে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। 
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এ মিনার।

দেশের সবচেয়ে বড় ঈদের নামাজে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও যদি বৈরী আবহাওয়া হয় তাহলে বড় মাঠের পাশে মসজিদসহ আশপাশের এলাকার মসজিদগুলোতে একযোগে নামাজ আদায় করা হবে।

মাঠের জেলা প্রশাসন, পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচর্যার কাজ চলছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। প্রস্তুতি শেষের দিকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS