ভিডিও

বগুড়ায় ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার ৯৮ মেট্রিক টন ভিজিএফ’র চাল বিতরণ

পেলেন ২ লক্ষাধিক অসচ্ছল পরিবার

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ১১:২৩ রাত
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ১১:২৩ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া জেলায় ২ লক্ষাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ২ হাজার ৯৮ মেট্রিক টন ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

এরমধ্যে জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৭১৩ দশমিক ৪৮০ মেট্রিক টন চাল ১ লাখ ৭১ হাজার ৩৪৮ পরিবারের মাঝে এবং ১২টি পৌরসভায় ৩৮৫ দশমিক ৮০ মেট্রিক টন চাল ৩৮ হাজার ৫০৮ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।

বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে বগুড়া জেলায় ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

এরমধ্যে আদমদিঘী উপজেলায় ৯ হাজার ৭০৬ পরিবারের মাঝে ৯৭ মেট্রিক টন চাল, বগুড়া সদর উপজেলায় ৭ হাজার ৬২ পরিবারের মাঝে ৭০ দশমিক ৬২ মেট্রিক টন চাল, ধুনট উপজেলায় ২২ হাজার ৮৭৫ পরিবারের মাঝে ২২৮ দশমিক ৭৫০ মেট্রিক টন, দুপচাঁচিয়া উপজেলায় ৮ হাজার ৬৭৪ পরিবারের মাঝে ৮৬ দশমিক ৭৪০ মেট্রিক টন, গাবতলী উপজেলায় ২২ হাজার ৮৫৯ পরিবারের মাঝে ২২৮ দশমিক ৫৯০ মেট্রিক টন, কাহালু উপজেলায় ৮ হাজার ৪৮৭ পরিবারের মাঝে ৮৪ দশমিক ৮৭০ মেটিক টন, নন্দীগ্রাম উপজেলায় ১০ হাজার ৫৭৩ পরিবারের মাঝে ১০৫ দশমিক ৭৩০ মেট্রিক টন, সারিয়াকান্দি উপজেলায় ২৩ হাজার ৮৮ পরিবারের মাঝে ২৩০ দশমিক ৮৮০ মেট্রিক টন, শাজাহানপুর উপজেলায় ৫ হাজার ৪৭৩ পরিবারের মাঝে ৫৪ দশমিক ৭৩০ মেট্রিক টন, শেরপুর উপজেলায় ১৬ হাজার ৭১৪ পরিবারের মাঝে ১৬৭ দশমিক ১৪০ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলায় ২০ হাজার ৪২৭ পরিবারের মাঝে ২০৪ দশমিক ২৭০ মেট্রিক টন ও সোনাতলা উপজেলায় ১৫ হাজার ৪১০ পরিবারের মাঝে ১৫৪ দশমিক ১০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও জেলার ১২ টি পৌরসভার ৩৮ হাজার ৫০৮ পরিবারের মাঝে ৩৮৫ দশমিক ৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

এরমধ্যে বগুড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল, শেরপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ৪৬ দশমিক ২১০ মেটিক টন, নন্দীগ্রাম পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ৪৬ দশমিক ২১০ মেটিক টন, সান্তাহার পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন, দুপচাঁচিয়া পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন, ধুনট পৌরসভায় ৩ হাজার ৮১০ পরিবারের মাঝে ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন, সোনাতলা পৌরসভায় ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন, গাবতলী পৌরসভায় ৩ হাজার ৮১০ পরিবারের মাঝে ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন, সারিয়াকান্দি পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবারের মাঝে ১৫ দশমিক ৪০০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবারের মাঝে ১৫ দশমিক ৪০০ মেট্রিক টন, কাহালু পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবারের মাঝে ১৫ দশমিক ৪০০ মেট্রিক টন এবং তালোড়া পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবারের মাঝে ১৫ দশমিক ৪০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS