ভিডিও

পার্বতীপুরে ডিজে পার্টির হামলায় মামা-ভাগ্নে আহত

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ০৯:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে আজানের সময় মাইক বাজাতে নিষেধ করায় ডিজে পার্টির হামলায় মামা-ভাগ্নে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামপুর ইউনিয়নের পশ্চিম সাকোয়াপাড়া গ্রামে ব্রিজের কাছে। গত শনিবার একটি ট্রাকে ৪০/৪৫ যুবক পিকনিক থেকে প্রচন্ড শব্দে ডিজে পার্টির মাইক বাজাতে বাজাতে গ্রামে প্রবেশে করছিল।

এসময় সাকোয়াপাড়া ব্রিজের কাছে মসজিদে এশার নামাজের আজান হচ্ছিল। সেখানে দাঁড়ানো যুবক গোলাম কিবরিয়া (২৪) ও তার ভাগ্নে সোহেল রানা (২২) আজানের সময় মাইক বাজাতে নিষেধ করায় ডিজে পার্টির যুবকরা ট্রাক থেকে নেমে মামা-ভাগ্নেকে বেধড়ক লাঠিপেটা করে আহত করে চলে যায়।

গ্রামবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন মামা-ভাগ্নে জানায়, পার্শ্ববর্তী শিমুলিয়া পাড়ার ডিজে পার্টির ছেলেরা আমাদের মারপিট করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS