মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রিয়াদ হোসেন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৫ এপ্রিল) উপজেলার হেতমপুর গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, হেতমপুর গ্রামের রিয়াদ হোসেন গতকাল রোববার সন্ধ্যায় জায়গীরহাট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে ফিরেননি। আজ সোমবার (১৫ এপ্রিল) গ্রামের একটি জঙ্গলে গাছের ডালে গলায় ফাঁস দেওয়া তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। রিয়াদ গ্রামের জাকির হোসেন ড্রাইভারের ছেলে।
পুলিশ পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ময়না তদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।