গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দফায় দফায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এসময় সন্ত্রাসীরা ফ্রিজসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। গুরুতর আহত হয়েছে ৮ জন।
জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে গত রোববার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে সাদ্দাম সরদার নামে এক কিশোর গ্যাংয়ের নেতৃত্বে শোলাগাড়ী ঈদগাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোজহারুল ইসলামের বাড়িতে হামলা চালায়।
হামলায় ৮ জন গুরুতর আহত হয়। আহত মোজহারুলের ছেলে সজীব গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ অবস্থায় গতকাল সোমবার দুপুরে ওই সন্ত্রাসীরা মোজহারুলের সমর্থক হিসেবে পরিচিত আল আমিনের বাড়িতে সশস্ত্র হামালা চালায়।
হামলাকালে সন্ত্রাসীরা আপন (১৮) ও ইয়াসিন (২২) নামে দু’জনকে মারাত্মক আহত করে। সেই সাথে তারা আলামিনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন দেয়ার ফলে আলমিনের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে আলামিন অভিযোগ করেন। সেই সাথে তার বাড়িরও ব্যাপক অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, মামলা নেয়া হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের ছাড় দেয়া হবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।