ভিডিও

সকল এলাকায় সুষম উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা: নান্নু এমপি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ১০:৫০ রাত
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ১০:৫০ রাত
আমাদেরকে ফলো করুন

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মোস্তফা আলম নান্নু বলেছেন, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে দেশের সকল এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, কৃষি, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায়  দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৭ এপ্রিল) বিকালে বগুড়ার শাজাহানপুরে এলজিইডি’র অর্থায়নে ৯ কোটি টাকা ব্যয়ে জামাদারপুকুর  থেকে গাড়ীদহ সড়কে চলমান সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু প্রমুখ।

উপজেলা প্রকৌশলী ফারুক হাসান জানার, আগামী জুলাই নাগাদ জামাদারপুকুর-গাড়ীদহ রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS