মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মোতালেব ঘরামি (৬২) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার রাতে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের মৃত সোরপান সরদারের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে মোতালেব ঘরামির ছেলে জুলহাস ঘরামির বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। পরে জেসমিন আক্তার মাদারীপুর আদালতে যৌতুক মামলা করেন। মামলায় জেসমিনের স্বামী জুলহাস ঘরামি, তার ভাই, বাবাসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। সেই মামলায় তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আসামিদের ধরতে বুধবার রাতে অভিযানে যায় কালকিনি থানা পুলিশ। নিজ বাড়ি থেকে জুলহাস ঘরামি ও তার দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশের ভয়ে জুলহাসের বাবা মোতালেব ঘরামি দৌড়ে পালিয়ে যান। পরে তাকে বাড়ির পাশে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেফতার আতঙ্কে পালাতে গিয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোতালেব ঘরামি মারা গেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।