বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার আওলাই ইউনিয়নের ডহুরিয়া এলাকার ইউনুস আলীর বাঁশবাগানে জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শামসুদ্দীনের ছেলে ইউনুস আলী (৫০), হায়দার আলীর ছেলে জিয়ারুল হক (৪৫), মন্তাজ আলীর ছেলে হান্নান আলী (৪৬), মতারজ আলীর ছেলে সোজাউল হক (৪১), সাইদুর রহমান (৪৫), নছিমদ্দিনের এর ছেলে আজাদ মিয়া (৫৫), মোজাম্মেল হকের ছেলে সাইদুর রহমান (৫০)।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে একটি মামলা দিয়ে বৃহস্পতিবার তাদেরকে জয়পুরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।