পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে দুর্বৃত্তরা ধানক্ষেতে ঘাস মারা জাতীয় ক্ষতিকর বিষ স্প্রে করে ধানক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন করেছে। উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর কাজীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
উপজেলার তাজনগর সাতবাড়ী গ্রামের আকরাম আলীর ছেলে কৃষক মোহাব্বত আলী জানান, পাশের তাজনগর কাজীপাড়া গ্রামের নজরুল ইসলাম কাজীর সাত বিঘা জমি চুক্তিতে নিয়ে ১৬ ও ২৯ নামীয় ধান রোপণ করেন।
গতকাল সোমবার বিকেলে উক্ত ধানক্ষেতে গিয়ে দেখেন বিষ প্রয়োগের ফলে সমস্ত ধান পুড়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানা ও কৃষি অফিসে অভিযোগ করেছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।