ভিডিও

রংপুরে সন্ত্রাস-নাশকতা মামলায় যুবদলের ২ নেতা কারাগারে

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ০৮:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

রংপুর প্রতিনিধি : সন্ত্রাস-নাশকতার মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে হরতালে নাশকতার পরিকল্পনায় ককটেলসহ বোমা রাখার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গত বছর ২০ নভেম্বর রংপুরে বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদণ্ড ও একইসাথে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার পর থেকে এই দুই আসামি আত্মগোপনে ছিলেন।

বিএনপির আইনজীবী ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এড. মাহফুজ উন নবী ডন জানান, সাজানো মিথ্যা মামলা করে আসামিদের ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS