ভিডিও

নন্দীগ্রামে কলেজের সভাপতি হলেন ইউএনও

বরণ করলেন শিক্ষকরা

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ১০:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজের সভাপতি পরিবর্তন করে উপজেলা নির্বাহী অফিসারকে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি ইউএনও মো. হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মনসুর হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম, প্রভাষক রুহুল কুদ্দুস, প্রভাষক এনামুল হক, প্রভাষক তছলিম, গ্রন্থাগার প্রভাষক জিয়াউর রহমান, প্রভাষক মিন্টু কুমার নন্দী, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক মিলন কুমার দাস, প্রভাষক রাব্বী হোসাইন, প্রভাষক কামরুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, অনেক ঘটনার পর গত ৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি কামরুল হাসানের মনোনয়ন পরিবর্তনপূর্বক পদস্থলে সভাপতি হিসেবে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে মনোনয়ন দেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS