পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে রহিম মুর্মু (৪৫) নামে এক আদিবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার মোমিনপুর ইউনিয়নের উত্তর শুকদেবপুর সরেয়াতলি গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকালে বাড়ির পাশে একটি গাছে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলানো অবস্থায় তার লাশ দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মডেল থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।