ভিডিও

দুপচাঁচিয়ায় চুরি ও মাদক সেবনের অভিযোগে ছয়জন গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ০৮:১০ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার ছাগল চুরি ও মাদকসেবনের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার উপজেলার ধাপেরহাটে চুরি যাওয়া ছাগলসহ তিন জনকে গ্রেফতার করে।

এরা হলো, কাহালু থানার কালাই নওদাপাড়া মোকছেদ সরদারের ছেলে মিঠু সরদার (১৯), পাইকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে খাইরুল ইসলাম (২০) ও উত্তর কুর্ণিপাড়ার জিয়ারুল মিয়ার ছেলে আবু বক্কর মিয়া (১৯)।

অপর দিকে একই দিন রাতে পশ্চিম বোরাই একটি মাটির বাড়িতে মাদকসেবন কালে পশ্চিম বোরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত লবিব সরদারের ছেলে ইয়াছিন সরদার (৫৫), পশ্চিম বোরাই আকন্দপাড়ার মৃত সিরাজের ছেলে আব্বাস আলী (৩৬) ও আনছার ফকিরের ছেলে ফারুক হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়।

থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শুক্রবার (২৬ এপ্রিল) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS