ভিডিও

পঞ্চগড়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪, ০৮:১৫ রাত
আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ০৮:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকায় চাওয়াই নদীতে ওই দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো চৈতন্যপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে আলমি আক্তার (১২) ও একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ইসরাত জাহান সিফাত (৯)। সম্পর্কে তারা ফুপু ভাতিজি।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের চাওয়াই নদীতে গোসল করতে যায় আলমি ও সিফাত। নদীতে গোসল করতে গিয়ে সিফাত পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে এগিয়ে যায় আলমি। পরে দু’জনেই পানিতে ডুবে যায়।

সে সময় জান্নাতুন নামে এক শিশু নদীর পাড়ে তাদেরকে নদীতে ডুবতে দেখে দৌড়ে বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মৃত দুই শিশুর মরদেহের সুরতহাল করে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক পলাশ চন্দ্র রায় বলেন, দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানতো ও আরেকজন জানতো না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দু’জনেই একসাথে ডুবে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মৃত দুই শিশুর মরদেহ সুরতহাল শেষ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS