চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : কামের জন্য বাইর না হইলে হয়। হামরা দিনমজুর একদিন কাম না কইরলে খামো কি? সংসার চলিবে ক্যামন করি? কথাগুলো বলছিলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাসস্ট্যান্ডে উপজেলার খামার সাতনালা গ্রামের রিকশাভ্যান চালক আব্দুল মান্নান (৬২)।
তিনি জানান, এই গরমের কারণে যাত্রীরা রিকশাভ্যানে উঠতে চান না। এতে করে আমাদের আগের মতো আর আয়-রোজগারও হচ্ছে না।
আগে প্রতিদিন ৫০০-৬০০ টাকা আয়-রোজগার হলেও এখন তা হচ্ছে না। বর্তমানে সারাদিনে ৩০০-৩৫০ টাকা আয় হচ্ছে। যা দিয়ে সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়েছে।
গত কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত গরম বৃদ্ধি পেয়েছে। চলমান তীব্র তাপদাহ আর কড়া রোদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।