ভিডিও

কুড়িগ্রামে জামিন নিতে এসে বিএনপির ৬ নেতা কারাগারে

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ১০:১৮ রাত
আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ১০:১৮ রাত
আমাদেরকে ফলো করুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে অগ্নিসংযোগ, ভাংচুর মামলায় জামিন নিতে এসে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ ৬ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ রোববার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল।

তিনি আরও জানান, যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি বিপ্লব, পৌর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট, জেলা বিএনপির সদস্য জামিল আহমেদ রয়েছেন।

আসামী পক্ষের আইনজীবী এড. আশরাফ আলী বলেন, গত বছরের পুলিশের করা নাশকতা মামলায় এই ৭জন আসামি জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা আদালতে আত্মসমর্পণ করেন। আদালত এক জনকে জামিন দিয়ে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS