ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক যুবককে আটক করেছে বিজিবি। পরে ওই যুবককে ফুলবাড়ী থানার পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হওয়ায় গত রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়।
আটককৃত যুবক ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ী নয়ারহাট গ্রামের জাহেদুল মিঞার ছেলে মো. বাদল মিঞা (২৮)। স্থানীয়রা জানায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বালারহাট বাজারে গরুর হাটিতে সন্ধ্যার পর বাংলাদেশিদের সহযোগিতায় ঘোরাফেরা করেন।
এসময় বালারহাট বিজিবি’র সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে নিজেকে ভারতীয় নাগরিক বলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয়কে অনুপ্রবেশের মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।