বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ নেতা শামসুল আলম (আনারস) বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৭ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রয়াত ইউপি চেয়ারম্যান মোস্তাক চৌধুরীর সহধর্মিণী রিক্তা খাতুন (আনারস) পেয়েছেন ৩ হাজার ৭৬১ ভোট।
গতকাল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১৮ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান মোস্তাক চৌধুরী মারা গেলে এই পদটি শুণ্য হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।