হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে লতিফা (৪০) নামে এক বিধবা নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার সিংহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। লতিফা উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু তাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভাবের কারণে ওই নারী তার দেবর ইলিয়াসের পরির্বতে মাটি কাটার ৪০ দিনের কর্মসূচিতে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। সকালে অতিরিক্ত তাপদাহে হিট স্ট্রোকে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসময় তিনি আরও বলেন, এ কর্মসূচির কাজে কারও পরিবর্তে কেউ কাজ করতে পারবে না। সদস্যকে প্রতিদিন উপস্থিত হাজিরা দিতে হয়। পুরুষের পরিবর্তে মহিলা কিভাবে হাজিরা দিয়ে কাজ করছিল তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।