ভিডিও

এডওয়ার্ড পার্ক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধণে নাগরিক পরামর্শ ও সভা

স্কাই ওয়াকওয়ে, কেবলকার স্থাপনের পরামর্শ

প্রকাশিত: মে ০২, ২০২৪, ১০:৩৪ রাত
আপডেট: মে ০২, ২০২৪, ১০:৩৪ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় এডওয়ার্ড পার্ক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধণ উপ-প্রকল্প পরিকল্পনা প্রনয়নের লক্ষে নাগরিক পরামর্শ ও মত বিনিময় সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। পার্ক চত্বরে অনুষ্ঠিত নাগরিক পরামর্শ ও মত বিনিময় সভার সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা।

নাগরিক পরামর্শ ও মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিসিআরআরপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক প্রকৌশলী সরকার মোঃ সাজ্জাদ কবির, এলজিসিআরআরপি প্রকল্পের সিনিয়র পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মোঃ আবুল কালাম আজাদ, এলজিসিআরআরপি প্রকল্পের সিনিয়র স্থপতি মো.মুস্তাসিম মাহমুদ, বিশ্বব্যাংকের সিনিয়র পরিবেশ ও সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. আকতারুজ্জামান, বিশ্বব্যাংকের পরামর্শক হুরাইরা জ্যাবিন ও তাজকিয়া সাঈদ তোফা, পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, প্যানেল মেয়র-২ আলহাজ শেখ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ডা. সিএম ঈদরিস, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক রাহাত রিটু, সহকারী অধ্যাপক রেজাউল করিম প্রমুখ। অন্যান্যের মধ্যে  প্যানেল মেয়র-৩ শিরিন আকতারসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা বগুড়ার বিশিষ্টজনেরা উপস্থিত থেকে মতামত দেন।

নাগরিক পরামর্শ ও মত বিনিময় সভায় বগুড়াবাসী কেমন পার্ক চান তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আধুুনিক পৌরসভার প্রয়োজন অনুভব করে বলেন, বগুড়া  বোটানিক্যাল গার্ডেন নাই তাই এমন একটা পার্ক গড়ে তুলতে হবে যাতে সেই অভাব দূর হয়। বিদেশি গাছের পাশাপাশি দেশি ফলদ গাছ লাগানোর তাগিদ দেন। বক্তারা বলেন ফলদ গাছ লাগালে পাখিদের অভযারণ্য হবে পার্ক।এছাড়াও পার্কে বট গাছের মত বড় গাছ লাগাতে পরামর্শ দেন যাতে ওই গাছ কালের সাক্ষী হয়ে থাকে কয়েকশ’ বছর।

এছাড়াও পার্কে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে লাইটিং, গার্ড বৃদ্ধি, আধুনিকায়নে স্কাই ওয়াকওয়ে, কেবল কার ইত্যাদি স্থাপন করার পরামর্শ দেন নাগরিকরা। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS