ভিডিও

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: মে ০৪, ২০২৪, ০৮:০১ রাত
আপডেট: মে ০৪, ২০২৪, ০৮:০১ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) বছর বয়সের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ মে) বিকেলে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার সিগনালের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার (৪ মে) দুপুরে ওই বৃদ্ধা আদমদীঘির পাইকপাড়া গ্রামের রেললাইনের আশেপাশে ঘোরাফেরা করে পুরাতন কাগজপত্র কুড়াচ্ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে দোলনচাঁপা আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার সিগনাল অতিক্রম করার সময় অসাবধানতা বশত ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা নারীর মৃত্যু হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS