শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের পল্লীতে তিন শতাধিক বেগুন গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চান্দার গ্রামের কৃষক গোপাল চন্দ্রর ৪০ শতাংশ জমির বেগুন গাছের চারা গতকাল শনিবার রাতের আধারে কে বা কারা উপড়ে নষ্ট করে ফেলে। এ ঘটনায় গোপাল চন্দ্র থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কৃষক গোপাল বলেন, আমার জমিতে লাগানো বেগুন গাছের চারা উপড়ে ফেলে তিন লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে। এর আগে একই জমিতে এক মাস আগে লাগানো রসুন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।