ভিডিও

মেঘনা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: মে ০৭, ২০২৪, ০৯:১৭ রাত
আপডেট: মে ০৭, ২০২৪, ০৯:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর আলিফ (১৭) নামে এক কিশোর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
নিখোঁজ আলিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন এর লক্ষীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে। সে এবার ভবেরচর ওয়াজীর আলী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানায়, গত  রোববার দুপুরে বন্ধুদের নিয়ে আলিফ মেঘনা সেতুর নিচে মেঘনা নদীতে গোসলে নামে। সাতার না জানার কারণে কিছুক্ষণ পরে সে ঢেউয়ের স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। 
স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেছিলো। দুই দিন পর মঙ্গলবার সকালে হোসেন্দী সিটি গ্রুপ সংলগ্ন মেঘনা নদীতে তার লাশ উদ্ধার করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS