সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দি পৌর এলাকার মদনমোহন মন্দিরে আজ শুক্রবার (১০ মে) সকালে ৪০ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়েছে।
৫ দিন ব্যাপি এ উৎসবে সারিয়াকান্দিসহ আশপাশের উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন। গত শনিবার রাতে এ যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছিল।
শত বছরের ঐতিহ্য বহন করা এই যজ্ঞানুষ্ঠানকে ঘিরে মন্দিরের সামনে বসেছিল গ্রামীণ মেলা। সেখানে শিশুদের নানা ধরনের খেলনা এবং হিন্দু পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয়। মন্দিরে গাবতলি মাটিয়ানচরা, হাতিবান্ধা, বরুরবাড়ী গিতারানী, সারিয়াকান্দির ভোলানাথ, মদনমোহন, কাহালুর মা পার্বতী আরতি দলসহ বেশ কয়েকটি আরতি দল আরতি পরিবেশন করেন।
এছাড়াও আজ শুক্রবার (১০ মে) সকালে উপজেলার পৌর এলাকার কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশের শ্মশান ঘাট এলাকার যমুনা নদীতে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।