ভিডিও

রাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: মে ১২, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট: মে ১২, ২০২৪, ১১:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ মে) রাত ১১টা থেকে সোহরাওয়ার্দী হলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পাঁচটি ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে।

জানা গেছে, সোহরাওয়ার্দী হলের টিভি রুমে বসাকে কেন্দ্র করে হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি আতিকুর রহমানের কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরবর্তীতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে ঘটনাস্থলে উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ও পুলিশ উপস্থিত রয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ‘পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। পুলিশের সহায়তায় আমরা হলে প্রবেশ করছি। হলের মধ্যে যারা বহিরাগত আছেন তাদের হল থেকে বের করে পুলিশের কাছে সোপর্দ করা হবে। পরিস্থিতি শান্ত হলে সার্বিক বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS