রংপুর প্রতিনিধি : কিশোর গ্যাংয়ের লিডার মেরাজের নেতৃত্বে হোটেলের সামনে পটকা ফুটিয়ে উল্লাস করায় বাধা দেওয়ায় হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম ও হোটেল ভাঙচুর করার অভিযোগে কিশোর গ্যাং লিডার মিরাজকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। আজ রোববার (১২ মে) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।
আজ রোববার (১২ মে) বিকেলে র্যাব-১৩ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ১ মে রংপুর নগরীর গণেশপুর বকুলতলা এলাকায় কিশোর গ্যাং লিডার মিরাজের নেতৃত্বে একদল কিশোর ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পটকা ফোটাতে থাকে।
এতে হোটেল ম্যানেজার শাহরিয়ার বাধা দেন। ঘটনাটি কিশোর গ্যাং লিডার মিরাজের বাবা-মা’র কাছে অভিযোগ দেবেন বলে জানান।
এঘটনার একদিন পর মিরাজের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হোটেলে হামলা চালিয়ে ম্যানেজার শাহরিয়ারকে কুপিয়ে গুরুতর জখম করে। এই ঘটনায় হোটেল মালিক বাদি হয়ে রংপুর কোতয়ালী থানায় মামলা করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (১২ মে) দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে গ্যাং লিডার মিরাজকে গ্রেফতার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।