ভিডিও

বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: মে ১৭, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট: মে ১৭, ২০২৪, ১০:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালু থেকে ১৪০টি ৫শ’ টাকার ১৪০ জালনোটসহ রফিকুল ইসলাম (৪৬) নামে জাল টাকা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার খাস পারইল উত্তরপাড়া হাজরা পুকুর এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাহালু উপজেলার কাজীপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় রফিকুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন তাকে ধাওয়া করে  গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫শ’ টাকার ১৪০ পিস জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS