স্টাফ রিপোর্টার : লোডশেডিংয়ের কারণে অতিরিক্ত গরমে বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বালিকা শাখার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী আজ (রোববার) দুপুরে অসুস্থ হয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে ভয়ে আতঙ্কিত হয়ে ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির আরও ২২জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছে অন্যদের স্কুল হেলথ্ ক্লিনিক ও মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, বেলা আড়াইটার দিকে অতিরিক্ত গরমে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজাইফা অসুস্থ হয়ে পরে।
এ সময় রোজাইফার শ্বাসকষ্ট শুরু হলে শিক্ষকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ ওই শিক্ষার্থীর অভিভাবককে খবর দেন। এদিকে রোজাইফার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ষষ্ঠ শ্রেণিসহ পার্শ্ববর্তী সপ্তম ও নবম শ্রেণির আরও ২২জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শিক্ষকরা অভিভাবকদের ডেকে তাদের হাতে অসুস্থ শিক্ষার্থীদের তুলে দেন।
পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) পরামর্শে স্কুল ছুটি ঘোষণা করা হয়। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মামুন আল সরদার জানান, টিফিনের পর পরই এই ঘটনা। এই সময় বিদ্যুৎ ছিলো না তাই অতিরিক্ত গরমে রোজাইফা অসুস্থ হয়ে পড়ে। তার আগে থেকেই শ্বাসকষ্ট ছিলো। তাই ঘেমে অসুস্থ হয়ে পড়ে। রোজাইফার অসুস্থার খবর ছড়িয়ে পড়লে ভয়ে আতঙ্কিত হয়ে ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির আরও ২২জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের ডেকে তাদের হাতে শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, এটি এক ধরনের ম্যাস সাইকোজেনিক ইলনেস। মানে একজনের অসুস্থতা দেখে অন্যরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়।
শিক্ষার্থীদের মধ্যে শুধু রোজাইফা বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। রোজাইফা আগে থেকেই অসুস্থ। এর আগেও সে শ্বাসকষ্টের চিকিৎসা নিয়েছে। অন্য শিক্ষার্থীরা স্কুল হেলথ্ ক্লিনিক ও মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।