সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দি কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার শিশির কুমার বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার সদর ইউনিয়নের পার তিতপরল গ্রামের এক নারী (২০) মঙ্গলবার রাতে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, একটি ফোনকলের মাধ্যমে ম্যানেজার শিশিরের সাথে ওই নারীর পরিচয় হয়। এ পরিচয় থেকে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে ম্যানেজার শিশির তাকে তার অফিসে প্রায়ই ডাকতো। এরপর ওই নার্যীকে ব্যাংকে চাকরি দেয়ার কথা বলে তাকে অফিসে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।
বিষয়টি ধামাচাপা দিতে তাকে ম্যানেজার অনেক টাকা দেয়ার কথা বলে এবং তাকে ভালো জায়গায় বিয়ে দেয়ার আশ্বাস দেয়। পরে গত ২৬ মে ম্যানেজার ওউি নারীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ বিষয়ে ওই নারী গতকাল মঙ্গলবার সকালে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে ঐদিন রাতেই সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়ে ম্যানেজার শিশিরের সাথে কথা বলতে দুপর ২ টার দিকে তার অফিসে গিয়ে তাকে অফিসে পাওয়া যায়নি। পরে বারবার তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। নারীটি বলেন, ম্যানেজারের সাথে সম্পর্কের সকল তথ্য প্রমাণ এবং ভিডিও চিত্র আমার মোবাইলে আছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বাদীর মামলার ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।