সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর-দুর্গাপুর রাস্তায় নির্মিত একটি ব্রিজের দু’টি রেলিং সম্পূর্ণ ভেঙে গেছে। এতে ব্রিজের উপর দিয়ে চলাচলকারী যানবাহনের পাশাপাশি জনসাধারণ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে।
জানা যায়, ১০/১২বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজটি নির্মাণ করায় বছর ঘুরতে না ঘুরতেই রেলিং দু’টির কিছু অংশ ভেঙে যায়।
দুর্গাপুর গ্রামবাসী জানায়, রেলিং দু’টি ভেঙে যাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ রেলিং দু’টি সংস্কার না করায় পর্যায়ক্রমে সম্পূর্ণ রেলিং দু’টি ভেঙে যায়।
তারা আরও বলেন, প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে শত শত সিএনজি, নছিমন, করিমন এবং ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রেলিং দু’টি সংস্কার না করায় সকল যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ফজলুল হক তালুকদার বলেন, শিগগিরই ব্রিজটি সংস্কার করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।