ভিডিও

বাড়িতে ঢুকে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

প্রকাশিত: জুন ০৯, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট: জুন ০৯, ২০২৪, ০৪:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : বাসায় ঢুকে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে খাগড়াছড়ির পানছড়ির দুর্গম দুদকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে। বরুণ ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক বলে জানা গেছে।

ইউপিডিএফ’র খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা বলেন, ‘জেএসএস সন্তু লারমা গ্রুপের ৩-৪ জন অস্ত্রধারী বাসায় ঢুকে বরুণকে গুলি করে পালিয়ে যায়। বরুণ আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল। কর্মীদের না পেয়ে তারা আমাদের সমর্থকদের হত্যা করছে।’ পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, ‘খবর শুনেছি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তাৎক্ষণিক পৌঁছানো কঠিন।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS