ভিডিও

ঈদ উপহার পেলো  নওগাঁর হিজড়ারা

প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৫:১০ বিকাল
আপডেট: জুন ১১, ২০২৪, ০৯:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পূর্ব ঘোষণা মোতাবেক হিজড়াদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন সরকারি বসির উদ্দিন কো-অপারেটিভ মহিলা কলেজ (বিএমসি) নওগাঁর অধ্যক্ষ সামছুল হক। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষের কার্যালয়ে তিনি নওগাঁর হিজড়া সম্প্রদায়ের নেতার হাতে ঈদ উপহার হিসেবে ২০ হাজার টাকা তুলে দেন।

আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশু কিনে তা জবাইয়ের মধ্যদিয়ে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত তাদের এমন উপহার প্রদান করা হয়েছে বলে জানান অধ্যক্ষ সামছুল হক। তিনি বলেন, সম্পূর্ণ নিজের অর্থায়নে মানুষগুলোর মাঝে ঈদের কিছুটা আনন্দ পৌঁছে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করা। আগামীতেও এটি অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন, নওহাঁটা, পবা, রাজশাহীর সভাপতি মোস্তফা সরকার বিজলী, প্রকল্প সমন্বয়কারী আখতারুজ্জামান, জেলার প্যারালিগ্যাল মোহাম্মদ আবির হোসেন, মুনিরা হিজড়া প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS