মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউনিয়নে অনন্তবালা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের সাতটি ঘর নির্মাণ করা হয়। এসব ঘরে আছেন দিনমজুর ভূমিহীন সাতটি পরিবার।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণের ঘরগুলো পান তারা। ঘরে বসবাসকারী পরিবারগুলো যাতায়াতের রাস্তার সমস্যায় ভুগছেন গত দু’বছর ধরে। ফসলি জমির আইল দিয়ে যাতায়াত করতে হয় তাদের। রাস্তার ব্যবস্থা করা গেলে ভ্যান ও অটোরিককশার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবেন তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের রাস্তার সমস্যার বিষয়টি তার জানা আছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে রাস্তার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বরেন, তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দ্রুত তাদের যাতায়াতের জন্য রাস্তার ব্যবস্থা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।