ভিডিও

সিরাজগঞ্জের শাহজাদপুরে চরবর্ণিয়া গ্রাম সংঘর্ষের ঘটনায় পুরুষ শূন্য, আটক ১১

প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ১১:২২ রাত
আপডেট: জুন ২৪, ২০২৪, ১১:২২ রাত
আমাদেরকে ফলো করুন

সাগর বসাক-শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা‘র চরবর্ণিয়া গ্রামে  আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে  সংঘর্ষে তিন জন নিহত হওয়ায ঘটনায় গোটা গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার পল্লী অঞ্চল গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে সায়েম ও আখেরের লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে ঈদের পরের দিন সায়েম ও আখেরের লেঅকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে সায়েম গ্রুপের সানোয়ার (৩২) ও তামিম (১৫) সহ দুজন ফালা বিদ্ধ অবস্থায় হাসপাতালে মারা যায়। এর পরের দিন আখের গ্রুপের ফরহাদ হোসেন (৪০) ফালা বিদ্ধ হয়ে ঢাকার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুই পক্ষের তিন জন মারা যাওয়ায় এলাকায় ব্যাপক লুটতরাজ হয়। পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে হিমশিম খায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে চরবর্ণিয়া গ্রাম গ্রেফতার আতংকে পুরুষ শূন্য হয়ে পড়েছে। গ্রামের কোন পুরুষ মানুষ নেই বললেই চলে।

গ্রামের খাদিজা খাতুন বলেন, গ্রামে কোন পুরুষ নাই তারা আতংকে দিন কাটাচ্ছে। থানার ওসি (তদন্ত) আসলাম হোসেন জানান, সায়েম গ্রুপের ২ জন নিহত হওয়ায়  আনতিরি বেগম ১২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

আমরা আখের পক্ষের ১১ জন নামীয় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আখের গ্রুপের পক্ষে কোন মামলা হয়নি। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS