ফরিদপুর প্রতিনিধি: ভাঙ্গায় বিলের ভিতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা থানা পুলিশ নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের বিলের ভিতর কাশবন থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বিশ্রি গন্ধ পায়। এরপর তারা কাশবনের ভিতর লাশ দেখতে পায়। বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের শরীরের অধিকাংশ জায়গার মাংস খসে গেছে। লাশটির সাথে নীল রঙের থ্রি পিস ও ওড়না রয়েছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক অমিয় মজুমদার বলেন, লাশটি পচা গলা। ধারনা করা হচ্ছে লাশটি কোনো নারীর। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।