ভিডিও

বগুড়ার আদমদীঘিতে মাথার চুল কাটতে বলায় অভিমানী কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৮:৪৪ রাত
আপডেট: জুন ২৬, ২০২৪, ০৮:৪৪ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ছেলেকে মাথার চুল কাটতে বলায় বাবার উপর অভিমান করে আরিফ হোসেন  (১৭) নামের এক কিশোর বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত আরিফ হোসেন আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের আকরাম আলীর ছেলে। সে লেখাপড়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আরিফ হোসেন মাথার চুল বড় রাখায় তার বাবা আকরাম আলী ছেলেকে চুল ছোট করে কাটতে বলেন। এতে আরিফ তার বাবার উপর অভিমান করে গতকাল মঙ্গলবার দুপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সান্তাহার সিএনজি স্ট্যান্ডে অসুস্থ হয়ে পড়ে।

এরপর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতলে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল ৪টায় আরিফ মারা যায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS