বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহা. আব্দুল মোমিন মন্ডলের সভাপতিত্বে সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বগুড়া শহরের ২১টি শ্রমিক সংগঠন ও তার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- রিক্সা-ভ্যান, হোটেল রেস্তোরাঁ, সংবাদপত্র হকার্স ইউনিয়নের উপদেষ্টা মোশারফ হোসেন স্বপন, মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন- বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা। আরও বক্তব্য রাখেন- হোটেল শ্রমিক নেতা- আল আমিন, খোকন, মিলন, মোটর শ্রমিক নেতা- লয়া মিয়া, আতিকুর রহমান মিলন, নির্মাণ শ্রমিক নেতা- হাফিজার রহমান, নান্নু মিয়া, আঃ সালাম, কাঠ শিল্প শ্রমিক নেতা- বাবলু মোল্লা, বেকারী শ্রমিক নেতা ফিরোজ, হাসান তালুকদার, লেদ শ্রমিক নেতা সুলতান, দর্জি শ্রমিক নেতা- ফেরদৌস আলম, পৌরসভা শ্রমিক নেতা মানিক, মতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ মানবন্ধনে অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। আগামী ৩০ জুন জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন- সংবাদপত্র হকার্স ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ, দর্জি শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়ন, বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।