ভিডিও

সারিয়াকান্দির চেতনানাশক প্রয়োগ করে ৮ লাখ টাকা চুরির অভিযোগ

চরাঞ্চলে আতঙ্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ১০:৫৩ রাত
আপডেট: জুন ২৯, ২০২৪, ০১:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে চেতনানাশক প্রয়োগ করে রাতের আঁধারে অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত বুধবার রাতে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মূলবাড়ী চরের হারুন অর রশিদ মন্ডলের ছেলে জাহেদুল ইসলাম ঠান্ডু।

মোবাইল ফেলে যাওয়ার সূত্রে চোরকে অভিযুক্ত করেছেন জাহেদুল। এ ধরনের ঘটনা চরাঞ্চলে গত ২ বছর ধরে অহরহ ঘটছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ জুন জাহেদুল বিয়ের দাওয়াতে চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় চরে যান। এ সুযোগে গত ২১ জুন রাত সাড়ে বারোটার দিকে তার বাড়িতে চোর ঢোকে।

এ সময় ঘরে থাকা বাক্সের জিনিসপত্র নড়াচড়ার শব্দে জাহেদুলের বোন হালিমা বেগমের ঘুম ভেঙে যায়। ঘরের দরজা খোলা দেখে হালিমা বেগম বলেন ঘরে কি চোর ঢুকেছে নাকি। একথা শুনে চোর দৌড়ে পালানোর সময় দরজার সাথে লেগে তার মোবাইল ফোন ছিটকে পরে যায়। এ সময় হালিমা চিৎকার দিলে মোবাইল রেখে চোর পালিয়ে যায়।

পরে লোকজন এলে দেখা যায় ঘরের বেড়া কেটে চোর ঘরে ঢুকেছিল এবং জাহেদুলের স্ত্রী খাদিজা বেগমকে অজ্ঞান করে তার কোমর থেকে চাবি নিয়ে বাক্স খুলে মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ মাঠের গচ্ছিত টাকাসহ তার নিজের গচ্ছিত ৬ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এবং জাহেদুলের স্ত্রীর শরীর থেকে ২ ভরি ওজনের স্বর্ণ নিয়ে গেছে।

যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। পরে চোরের ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে বোঝা যায়, এটি একই গ্রামের হাছেন আলীর ছেলে মিলন মিয়ার (৩২)। পরদিন সকালে জাহেদুলের স্ত্রীকে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

শজিমেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গত বুধবার রাতে জাহেদুল বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মিলন মিয়াকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন। এর আগে চর শোনপচা গ্রামে ২০২৩ সালে বোচা আকন্দের বাড়ি থেকে সাত লাখ টাকা, তিনভরি স্বর্ণ, এরশাদ শেখের বাড়ি থেকে ২লাখ টাকা দেড় ভরি স্বর্ণ।

নান্দিনা চরের রাজা শেখের বাড়ি থেকে  দেড় লাখ টাকা, দুই ভরি স্বর্ণ এবং ২০২৪ সালে শোনপচা চরের লাল মিয়া শেখের বাড়ি থেকে দেড় লাখ টাকা ১ভরি স্বর্ণ এবং গত ১ মাস আগে মুলবাড়ি চরের শাহজাহান শেখের বাড়ি থেকে  ৭০ হাজার টাকা একই পদ্ধতিতে চুরি হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল তদন্ত করতে যাবেন। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS