নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরার আমুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (৪৫) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা স্টাফকোয়ার্টার আমুলিয়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কারখানার মালিক আবু বকর সিদ্দিক জানান, আমুলিয়া মডেল টাউনে তার আব্দুল হাই ট্রেডার্স নামে কয়েলের কাঁচামাল তৈরির কারখানা আছে। দুলাল কারখনার মিস্ত্রি ছিলেন। সকাল থেকে কারখানার ভেতরে কাজ করছিলেন তিনি। ঘটনার সময় গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত দুলালের বাড়ি নোয়াখালীর রামগতি উপজেলায়। বর্তমানে ওই কারখানায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই মো. মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।