ভিডিও

টাঙ্গাইলে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

প্রকাশিত: জুলাই ০৮, ২০২৪, ১০:১৪ রাত
আপডেট: জুলাই ০৮, ২০২৪, ১০:১৪ রাত
আমাদেরকে ফলো করুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে হাসমত আলী (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। 

সোমবার বিকেলে টাঙ্গাইল-আয়নাপুর সড়কের ছোটবাসালিয়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসমত আলী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের গোসের গাগরজান গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে কোনো প্রকার নিরাপত্তা ছাড়া সড়কের পাশে কাঁঠাল গাছ অবৈধভাবে সাবেক ইউপি সদস্য মজনু মিয়ার নির্দেশে তিন শ্রমিক কাটছিলেন। এ সময় ওই সড়ক দিয়ে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। এক পর্যায়ে গাছটি চলন্ত অটোরিকশার ওপর পড়ে তিন যাত্রী আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসমত আলী ও মফিজ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসমত আলীকে মৃত ঘোষণা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS