কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে রাতের আঁধারে গ্রিল কেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার ভান্নারা ফুলচালা এলাকার জয়নাল আবেদীনের বাড়িতে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে উপজেলা ফুলচালা এলাকার জমি ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার স্ত্রী বাড়ির একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আনুমানিক রাত আড়াইটার দিকে বাড়ির বারান্দার এক পাশের গ্রিল কেটে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে।
পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে কক্ষের মধ্যে আটকে রাখে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চাবি নিয়ে অন্যান্য কক্ষের শোকেস ও আলমারি খুলে নগদ ৩৫ হাজার ছাড়াও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।