ভিডিও

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৮:২৪ রাত
আপডেট: জুলাই ১৪, ২০২৪, ০৮:২৪ রাত
আমাদেরকে ফলো করুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি পণ্যবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ ঘটনায় নিহত ট্রাক হেলপারের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী দুটি পণ্যবাহী ট্রাক নিয়িন্ত্রণ হারালে তাদের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাক দুটির সামনের অংশ। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এরপর ভেতরে আটকে থাকা ট্রাক হেলপারের মরদহ উদ্ধার করেন। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় দুটি ট্রাকের চালক ও হেলপারসহ আরও তিনজনকে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS