গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সাগর মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক।
নিহত সাগর উপজেলার গৃধারীপুর এলাকার মন্টু মিয়ার ছেলে। এছাড়াও আহত দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পলাশবাড়ী থেকে তিন যুবক একটি মোটরসাইকেল যোগে কাশিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোয়ালপাড়া নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই তিন যুবক।
পরে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।