ভিডিও

মুন্সিগঞ্জে সড়ক সংস্কারের সময় রোলারের চাপায় নিহত ১

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৬:৫১ বিকাল
আপডেট: জুলাই ১৫, ২০২৪, ০৬:৫১ বিকাল
আমাদেরকে ফলো করুন

মুন্সীগঞ্জে সড়ক সংস্কারের রোলারের চাপায় মিজানুর রহমান বেপারী (৫০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লাল মিয়া বেপারীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মিজানুর বাইসাইকেলে করে সুখবাসপুর যাচ্ছিলেন। পথে সিপাহীপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-ছনবাড়ী সড়কের কাজে ব্যবহৃত রোলার পেছন যাওয়ার সময় বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়। 

মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-প্রকৌশলী ইমাম হোসেন বলেন, সড়ক সংস্কারের সময় রোলিংয়ের কাজ চলছিল। রোলার পেছনের দিকে যাওয়ার সময় বাইসাইকেল চালক এক ব্যক্তি ভুলবশত রোলারের নিচে চলে যায়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS