গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঁঠাল খেয়ে শাপলা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জানা যায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (প্রধান পাড়া) গ্রামের সাজা মিয়ার স্ত্রী শাপলা খাতুন গতকাল রোববার সকালে পরিবারের সদস্যদের সাথে বাসায় পাকা কাঁঠাল খায়।
কিছুক্ষণ পর পেটের ব্যথায় সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্বামীসহ পরিবারের লোকজন শাপলাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের ধারণা উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিক থাকায় অতিরিক্ত গরমের মধ্যে কাঁঠাল খাওয়ায় অসুস্থ হয়ে তিনি মারা যেতে পারেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।