কোটা সংস্কার আন্দোলনে যে সকল শিক্ষার্থী নিজেকে রাজাকার দাবি করে স্লোগান দিয়েছেন তাদের ক্লাস নেবেন না বলে ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান। আজ মঙ্গলবার মশিউর রহমান নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, ‘যে শিক্ষার্থীরা নিজেকে রাজাকার দাবি করে স্লোগান দেয় সেই শিক্ষার্থীদের আমি ক্লাসে পাঠদান করবো না।’
এদিকে এই পোস্টে নেতিবাচক বিভিন্ন মন্তব্য করছেন শিক্ষার্থীরা।
আরসেল আজিম সিদ্দিক নামের এক ছাত্র মন্তব্য করেন, ‘যাক আপনি জাতির শ্রেষ্ঠ শিক্ষক। আপনার থেকে জাতির বীর শিক্ষকদের অনেক কিছু শেখার আছে। গর্ব হচ্ছে আপনি যাদের জ্ঞানদান করেন তাদের জন্য।’
মিজানুর রহমান নামের এক ছাত্র লিখেছেন, ‘চেতনা বিক্রি করা শিক্ষক নামে কলঙ্ক!! অথবা Irony কি, এটা না বুঝেই শিক্ষক হইছেন! আপনার মতো শিক্ষকের কাছে ছাত্ররা কী শিখতে পারবে, সেটা জাতি বুঝে গেছে!।’
সাগর শেখ নামের এক ছাত্র লিখেছেন, ‘তাদের মতিভ্রম হয়েছে, তাদের ট্রিটমেন্ট প্রয়োজন।’ উল্লেখ্য, গত রবিবার চীন ফেরত পরবর্তী সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতি-নাতনিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে?’
এরপর শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাস থেকে স্লোগান দিতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলো থেকে মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেও মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের, এর মধ্যে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কীসের তোমার অধিকার, তুমি একটা রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে সরকার সরকার’। এরপর থেকে বিভিন্ন ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।