কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের পৌরসভার নাজিরা কাউয়াডোবা এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আরাফাত ইসলাম অর্জন। সে কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। শহরের ঘোষপাড়ার হাটিরপাড় এলাকার জনৈক রঞ্জু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও মৃতের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে শিশু আরাফাত তার নাজিরা কাউয়াডোবা এলাকায় নানা বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে বাইসাইকেল চালাতে গিয়ে সাইকেলে ও তার নিজের পায়ে কাদা লাগে।
পরে কাদা ধুতে গিয়ে সে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এরপর স্থানীয়রা তার মরদেহ পানিতে ভাসতে দেখে তার স্বজনকে খবর দিলে তারা এসে তার মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।