রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে পানিতে পাট কাটতে গিয়ে শরীরে ফোসকা পড়ে ক্ষতের সৃষ্টি হওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা না হওয়ায় অজ্ঞাত পোকার কামড়ে এ রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন অনেকে।
এলাকাবাসী ও আক্রান্ত রোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব ও মনশ্বর গ্রামের প্রায় শতাধিক শ্রমিক ১০/১২দিনে আগে অন্যের পাটক্ষেতে পানিতে পাট কাটার সময় এক ধরণের ছোট ছোট লাল ও কালো পোকা গায়ে উঠে কামড় দেয়। কিছুক্ষণের মধ্যে তা পুরো শরীরে ছড়িয়ে ফোসকা পড়ে যায়। পরে ব্যাথা বাড়ার সাথে সাথে শরীরে বড় ক্ষতের সৃষ্টি হয়।
উপজেলার সুখদেব গ্রামের আব্দুল কাদেরের ছেলে আনিছুর রহমান (৫৫), কৈলাশ চন্দ্র রায়ের ছেলে সুবাস চন্দ্র(৪৫), কাশেম আলীর ছেলে আলাল মিয়া(৬০), মনশ্বর গ্রামের মকবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৪০), পাড়া মৌল্লা গ্রামের আবু মিয়ার ছেলে খয়বর আলী(৬০), মনশ্বর গ্রামের আব্দুলের ছেলে সাহেব আলী (৬৫), আবু তাহেরের ছেলে আতিকুর (৩৫), পাড়ামৌল্লা গ্রামের হাসেন আলীর ছেলে নুরআলম (৩২), সুখদেব গ্রামের ময়জুদ্দির ছেলে আব্দুর রশিদ (৫৫)সহ অনেকে এ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন।
এরমধ্যে অনেকে রাজারহাট ও কুড়িগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজান বলেন, কি কারণে এ রোগ দেখা দিয়েছে তা জানা যায়নি। তবে এ ধরনের দুই একজন রোগী পেয়েছি। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ্ আল নোমান বলেন, কিছু কিছু ক্ষেতে পাট গাছের পাতার নিচে এক ধরণের পোকা দেখা গেছে। পাট কাটতে গিয়ে ওই পোকার আক্রমণ করলে এ রোগের সৃষ্টি হয়। এ পোকার নাম বা রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। বিষয়টি বিআরডিসিকে অবগত করেছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।