ফরিদপুরে ট্রাকচাপায় সুফলা(৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে শহরের মামুদপুর বিসমিল্লাহ শাহ দরগা এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত সুফলা শহরের দেওড়া মহল্লার গৌতম দাসের স্ত্রী।
নিহতের স্বামী জানান, তাঁর স্ত্রীর ডায়াবেটিক থাকায় তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে বের হলে বিসমিল্লাহ শাহ দরগার সামনে একটি ট্রাক পেছন থেকে তাঁর স্ত্রীকে চাপা দেয়। এসময় ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়। লাশটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।